পদ্মা নদীর চর কর্ণেশনা এলাকায় ১৯কেজি ওজনের একটি কাতল মাছটি ধরা পড়েছে। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীর চর কর্ণেশনা এলাকায় পাবনা জেলার নাকালিয়া গ্রামের জেলে কৃষ্ণ হালদারের জালে ১৯কেজি ওজনের একটি কাতল মাছটি ধরা পড়েছে। যার দাম হাঁকা হয়েছে ৫৩হাজার ২শত টাকা।
বুধবার (১১ নভেম্বর) সকাল ৯টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরীঘাটের স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ দৌলতদিয়া ঘাটের মাছ বাজারের আড়ৎদার চকু মোল্লার কাছ থেকে মাছটি ২ হাজার ৮শত টাকা কেজি দরে কিনে নেন।
এ বিষয়ে দৌলতদিয়া ৫নম্বর ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ যুগান্তরকে বলেন, বুধবার সকাল ৯টার দিকে দৌলতদিয়া ঘাটের বাজারে মাছ কিনতে গেলে চকু মোল্লার আড়ৎঘরে দেখি বিশাল আকারের একটি কাতল মাছ। পরে মাছটি নিলামের মাধ্যমে দরদাম করে ২ হাজার ৮শত টাকা কেজি দরে মোট ৫৩হাজার ২শত টাকায় কিনে নেই।
এখন মাছটি বিক্রির জন্য নিজের মাছের আড়ৎঘরে এনে রেখেছি। মাছটি মোবাইল ফোনের মাধ্যমে এক ব্যবসায়ীর কাছে কেজিতে ১শত টাকা লাভ রেখে বিক্রি করেছি দিয়েছি। ক্রেতা এসে মাছটি নিয়ে যাবে।

-69136b5cc4c21.jpg)