Logo
Logo
×

সারাদেশ

সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা গ্রেফতার

Icon

বদরগঞ্জ, রংপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৪:১০ পিএম

সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা গ্রেফতার

রংপুরের বদরগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল হক (৫০)। ছবি: যুগান্তর

রংপুরের বদরগঞ্জে বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল হককে (৫০) গ্রেফতার করছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। 

এর আগে মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে উপজেলার দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর বারোবিঘা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল হককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে। 

এ ব্যাপারে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আতিকুর রহমান জানান, তার বিরুদ্ধে বদরগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম