আ. লীগের লকডাউন
বোমা বানানোর সময় সরঞ্জামসহ ৩ যুবক আটক
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৪:৫৮ পিএম
ভাঙ্গায় গ্রেফতার তিন। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের ভাঙ্গায় বিপুল পরিমাণ হাত বোমা, পেট্রোল বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ ৩ যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের সৌদি প্রবাসী টিটু সরদারের বাড়ি থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, এক মাস ধরে ঘরটি ভাড়া নিয়ে ৩ জন বসবাস করছিলেন। বাড়ির মালিক সৌদি আরবে থাকেন। লোকগুলোকে তেমন দেখা যেত না। তারা ঘোরাঘুরি করতেন। কারো সঙ্গে মিশতেন না। আজ তাদের ঘর থেকে বিপুল পরিমাণ হাত ও পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ ।
এ বিষয় ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন জানান, ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন উপলক্ষে একটি মহল বোমা তৈরি করছিল। গোপন সংবাদ পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। এ সময় আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের সৌদি প্রবাসী টিটু সরদারের টিনের ঘরের ভেতর থেকে বিপুল পরিমাণ পেট্রল, হাত ও বোমা তৈরি সরঞ্জামসহ তিন যুবককে আটক করি। ওই বাড়িটিতে অভিযান চালানোর সময় বোমা তৈরিতে ব্যস্ত ছিলেন তিন যুবক। এ সময় একজনের ডান হাতে গুরুতর জখম।
আটক ব্যক্তিরা হলেন— টাঙ্গাইলের আলতাফের ছেলে রাজ ইসলাম (২৫), চাঁদপুরের নুর মোহাম্মদের ছেলে রাকিব (২৪), সুনামগঞ্জের জালাল উদ্দিনের ছেলে জিয়াউর রহমান (২৮)।
