Logo
Logo
×

সারাদেশ

শ্রীপুরে পার্কিংয়ে থাকা বাসে আগুন

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৬:৪৬ পিএম

শ্রীপুরে পার্কিংয়ে থাকা বাসে আগুন

গাজীপুরের শ্রীপুরে পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। কে বা কারা ওই বাসে অগ্নিসংযোগ করে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ২ নম্বর সিএন্ডবি বাজার এলাকার পার্কে সাইন পেট্রল পাম্পের পাশে পার্কিং করা ছিল প্রভাতী বনশ্রী পরিবহণের একটি বাস। সকালে তাতে আগুন দেয় দুর্বৃত্তরা।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়। ফায়ার সার্ভিস আসার আগেই বাসের ভেতরের সবকিছু পুড়ে গেছে।

তাৎক্ষণিক সেখানে পুলিশি তৎপরতা চালালেও কাউকে গ্রেফতার করতে পারেনি।

স্থানীয়রা জানান, ভোরে আগুন জ্বলতে দেখে পথচারীরা চিৎকার করলে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। তারা বলেন, প্রভাতী বনশ্রী পরিবহণের বাসটির মালিক জহিরুল ইসলাম নামের এক ব্যক্তি।

মাওনা হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী জানান, বাস মালিক পোড়া বাসটি তার দায়িত্বে নিয়ে গেছেন।

শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, ভোরে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তারা এ ধরনের নাশকতায় বিশেষ নির্দেশনা পেয়ে সজাগ দৃষ্টি রাখছেন। খবর পেয় পুলিশ ঘটনাস্থল গিয়ে আশপাশে খোঁজখবর নেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম