Logo
Logo
×

সারাদেশ

পটলের বেটিকে পেয়ে আবেগাপ্লুত নারীরা

Icon

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৯:৪২ পিএম

পটলের বেটিকে পেয়ে আবেগাপ্লুত নারীরা

সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের মেয়ে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের গণসংযোগে নারীদের ব্যাপক সমাগম হয়েছে। পাড়া-মহল্লায় যেখানেই যাচ্ছেন সেখানেই পটলের বেটিকে দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন তারা। তাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ছেন নারী ভোটাররা।

ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী। তিনি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, মিডিয়া সেলের সদস্য। 

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকাল থেকে রাত ১২টা পর্যন্ত ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল লালপুর উপজেলার ওয়ালিয়া ও দুয়ারিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন।

আগের দিন তিনি ২নং ঈশ্বরদী ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রচারণা চালান। এসময় তিনি গ্রামাঞ্চলের ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, আমার বাবা মরহুম ফজলুর রহমান পটল যোগাযোগ প্রতিমন্ত্রী থাকাকালে অসংখ্য কাঁচা রাস্তা পাকা করেছিলেন। বিএনপি আমাকে আমার বাবার মতোই কাজ করার সুযোগ দিয়েছে। আমি নির্বাচিত হলে লালপুর-বাগাতিপাড়ার একটি রাস্তাও কাঁচা রাখব না।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশীদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল আজিজ রঞ্জু,  উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক  সম্পাদক কাজী মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা যুবদল সভাপতি আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলিমুদ্দিন, মৎস্যজীবী দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান রবিন প্রমুখ।

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম