Logo
Logo
×

সারাদেশ

এনসিপি নেতার ভাই নাশকতা মামলায় গ্রেফতার

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১০:৪৬ পিএম

এনসিপি নেতার ভাই নাশকতা মামলায় গ্রেফতার

নিষিদ্ধ সংগঠন মানিকগঞ্জ সাটুরিয়ায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সাইদুজ্জামান তালুকদার দাউদকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মানিকগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জাহিদ তালুকদারের ছোট ভাই।

মঙ্গলবার (১২ নভেম্বর) ভোররাতে নিজ বাসা থেকে মো. সাইদুজ্জামান তালুকদার দাউদকে (৪৭) গ্রেফতার করা হয়।

সাটুরিয়া থানার ওসি আরএএম আল মামুন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। 

গ্রেফতার সাইদুজ্জামান তালুকদার উপজেলার পশ্চিম কাউন্নারা গ্রামের হযরত আলীর ছেলে।

জানা গেছে, সাইদুজ্জামান তালুকদার বর্তমানে উপজেলা যুবলীগের সক্রিয় নেতা। মামলার পর থেকে ছোট ভাই জাহিদ তালুকদারের প্রভাবে গ্রেফতার এড়িয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। 

সাটুরিয়া থানার ওসি জানান, বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনার মামলায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাঈদুজ্জামান তালুকদারকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম