Logo
Logo
×

সারাদেশ

সোনারগাঁয়ে বিএনপির প্রার্থীকে বিতর্কিত করতে অপপ্রচারের অভিযোগ

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম

সোনারগাঁয়ে বিএনপির প্রার্থীকে বিতর্কিত করতে অপপ্রচারের অভিযোগ

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে নিয়ে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

নির্বাচনি মাঠে জনপ্রিয়তা ও ত্যাগী নেতৃত্বে ঈর্ষান্বিত হয়ে একশ্রেণির স্বার্থান্বেষী মহল ও ষড়যন্ত্রকারীগোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার বিরুদ্ধে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে দিচ্ছে।

সোনারগাঁ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ফজল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজহারুল ইসলাম মান্নানের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়।

আজহারুল ইসলাম মান্নান তার অভিযোগে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে নারায়ণগঞ্জ-৩ আসনে এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার পর থেকেই একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ডিজিটাল তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আমার ভয়েজ এডিট করে মিথ্যা ও বানোয়াট বক্তব্য তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এসব ভিডিও ও পোস্টের মাধ্যমে মহলটি বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধেও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছে। এসব ষড়যন্ত্র ও মিথ্যা  অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আজাহারুল ইসলাম মান্নানের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যে বক্তব্য অডিও আকারে ছড়িয়ে দেওয়া হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। দলের ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্যে এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র।

সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়ে আজাহারুল ইসলাম মান্নান আরও বলেন, আপনারা এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। সবাই ঐক্যবদ্ধ থাকুন এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার হোন। বিএনপির প্রতিটি নেতাকর্মী ও সমর্থক যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক থাকে এবং সত্যের পাশে দাঁড়ায়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাঠপর্যায়ে আজহারুল ইসলাম মান্নানের জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতা এখন বিএনপির অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করে তুলেছে। তাই নির্বাচনের আগে তাকে বিতর্কিত করে দলীয় ও জনসমর্থন দুর্বল করার লক্ষ্যে একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র শুরু করেছে। এতে সবাইকে বিভ্রান্তি না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম