Logo
Logo
×

সারাদেশ

মাগুরা-২ আসন

মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ

Icon

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১২:২২ পিএম

মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ

মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ। ছবি: যুগান্তর

মাগুরা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সম্ভাব্য প্রার্থী নিতাই রায় চৌধুরীর মনোনয়ন বাতিলের দাবিতে মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে বাবুখালীর ডুমুরশিয়া ও ঠাকুরের হাট বাজারসংলগ্ন এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিল থেকে নিতাই রায় নমিনেশন বাতিলের আহ্বান করা হয়। তারা নমিনেশন বাতিল করে মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামালকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

বিক্ষোভ মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। মিছিলটি ঠাকুরের হাট বাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় ডুমুরশিয়ায় এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা নিতাই রায়ের নমিনেশন মানি না, মানব না স্লোগান দিয়ে তার মনোনয়ন বাতিলের জোর দাবি জানান।

বিক্ষোভে বক্তারা অভিযোগ করেন, নিতাই রায় চৌধুরী জনবিচ্ছিন্ন ও তৃণমূলের নেতাকর্মীদের কাছে অগ্রহণযোগ্য। তাকে মনোনয়ন দেওয়া হলে মাগুরা-২ আসনে বিএনপি বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। বক্তারা বলেন, এই নমিনেশন তৃণমূলের প্রত্যাশার প্রতিফলন নয়। সঠিক প্রার্থী নির্বাচন না করলে দলীয় অবস্থান দুর্বল হবে এবং নির্বাচনে পরাজয়ের ঝুঁকি বাড়বে।

বিক্ষোভে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলার সাবেক চেয়ারম্যান মো. মোজাফফর হোসেন টুকু। এছাড়াও উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খান বাচ্চু, সাবেক সদস্য সচিব মো. আকতারুজ্জামান, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইউনুস আলী সরদার, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মো. মাহামুদ, সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী হিরো, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, বাবুখালী ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. তৈয়েবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওহাব, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. টিপুসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম