Logo
Logo
×

সারাদেশ

এক্সপ্রেসওয়েতে পুলিশের গাড়ি ভাঙচুর

Icon

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১২:২৬ পিএম

এক্সপ্রেসওয়েতে পুলিশের গাড়ি ভাঙচুর

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে একটি চিনি বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: যুগান্তর

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে একটি চিনি বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালায় হামলাকারীরা। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শিবচর উপজেলার সীমানা এলাকার পদ্মা সেতু থানার নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অতিরিক্ত পুলিশ।

হাইওয়ে পুলিশ জানায়, সকালে ঝটিকা মিছিল নিয়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধের চেষ্টা করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। গাছের গুড়ি ফেললে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় চিনি বোঝাই ট্রাকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাইওয়ে পুলিশ। তবে এ সময় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। 

মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহুরুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশের টহল অব্যাহত রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম