Logo
Logo
×

সারাদেশ

বরিশালে বিএনপি অফিসে আগুন

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১২:৫৮ পিএম

বরিশালে বিএনপি অফিসে আগুন

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন বিএনপি অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। ছবি: যুগান্তর

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন বিএনপি অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার(১৩ নভেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে একদল দুর্বৃত্ত পেট্রোল ঢেলে অফিসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।আশেপাশের লোকজন টের পেয়ে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও পুরো অফিস এবং ভেতরে থাকা মালামাল পুড়ে যায়। 

ধারণা করা হচ্ছে যে আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচি সফলের নামে এই আগুন দেয়া হয়েছে। 

উজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম