গভীর রাতে ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
যুগান্তর প্রতিবেদন, বরগুনা
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০২:০৮ পিএম
৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের নিচের অংশে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বরগুনায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত সোয়া ১টার দিকে বরগুনা সার্কিট হাউজ এবং মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভ সংলগ্ন ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে।
জানা যায়, গভীর রাতে বরগুনার সার্কিট হাউজ ও মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভ সংলগ্ন নির্মিত ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের নিচের অংশে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এমন একটা ভিডিও ক্লিপ ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
১১ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা যায়- ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভের বেদীতে তেল জাতীয় কিছু ছিটিয়ে অগ্নিসংযোগ ঘটায় দুর্বৃত্তরা। আগুন জ্বলে ওঠার সঙ্গে সঙ্গেই তারা স্থান ত্যাগ করে। ভিডিওতে শোনা যায়- এখন চল চল।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে কোন ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রনে আনেন।
এ ব্যাপারে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াকুব হোসাইন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে যাই। পুলিশের তৎপরতার কারণে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। আমাদের টিম সব সময় সতর্ক অবস্থানে রয়েছে।
এছাড়া বরগুনার বাকেরগঞ্জ সড়কে চান্দখালী নামক স্থানে বুধবার রাতে কিছু দুর্বৃত্তরা আগুন জ্বালিয়ে দেয়। মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ।
এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই বিএনপি, জামায়াত সদর রোডে সভা করছে। তবে মাঠে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের দেখা যাচ্ছে না।

