এক কাতলের দাম ৬৫ হাজার টাকা
রাজবাড়ী (গোয়ালন্দ) প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০২:০৯ পিএম
জেলে ইছাক হালদারের জালে ধরা পড়েছে ২৪ কেজি ওজনের কাতল। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীতে জেলে ইছাক হালদারের জালে ধরা পড়েছে ২৪ কেজি ওজনের একটি কাতল মাছ। যার দাম হয়েছে ৬৫ হাজার টাকা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত তিনটার দিকে দৌলতদিয়ার পদ্মা নদীর মোহনায় মাছটি ধরা পড়ে।
স্থানীয় জেলে ও মাছ বিক্রেতা ইছাক হালদার জানান, বুধবার রাত ১টার দিকে নদীতে জাল ফেলে বসে থাকি। দুই ঘণ্টা পর, রাত ৩টার দিকে জালে জোরে একটা ধাক্কা দিলে বুঝতে পারি জালে বড় কোন মাছ ধরা পড়েছে। পরে জাল তুলে দেখি বিশাল একটি কাতল মাছ। বৃহস্পতিবার ভোরের দিকে দৌলতদিয়া ঘাটের মাছ বাজারের আড়তে নিয়ে গেলে সেখানে নিলামের মাধ্যমে দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ২ হাজার ৬৫০ টাকা দরে মাছটি কিনে নেন।
মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা যুগান্তরকে বলেন, নিলামের মাধ্যমে প্রতি কেজি ২ হাজার ৬ শত ৫০ টাকা কেজি দরে মোট ৬৩ হাজার ৬৫০ টাকায় কাতল মাছটি কিনে নিয়েছি। পরে মোবাইল ফোনের মাধ্যমে ঢাকার গুলশানের এক ব্যবসায়ীর কাছে কেজিতে ৫০ টাকা লাভ রেখে মাছটি বিক্রি করে দিয়েছি। তবে এমন বড় কাতল মাছ এখন খুব একটা পাওয়া যায় না। আমার দোকানে মাছটি আনতেই অনেক মানুষ দোকানে মাছটি দেখতে ভিড় জমিয়েছে। মাছটি বিক্রি করে ভালো দাম পেয়েছি।

