Logo
Logo
×

সারাদেশ

ভাঙ্গায় লাগেজভর্তি পেট্রলবোমা উদ্ধার

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৬:০৮ পিএম

ভাঙ্গায় লাগেজভর্তি পেট্রলবোমা উদ্ধার

লাগেজভর্তি পেট্রলবোমা। ছবি: যুগান্তর

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মহাসড়কের পাশে লাগেজভর্তি ৩২টি পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করতে পারেনি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের মুনসুরাবাদ সড়কের পাশ থেকে বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে এসব বোমা রাখা হয়েছিল।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে ভাঙ্গার মুনসুরাবাদ এলাকায় নাশকতার প্রস্তুতির খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। পরে দুর্বৃত্তরা টের পেয়ে লাগেজটি রেখে পালিয়ে যায়। এ সময় সড়কের পাশে একটি লাগেজের ভেতর থেকে ৩২টি পেট্রলবোমা উদ্ধার করা হয়।

এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন বলেন, সড়কের পাশে ফেলে যাওয়া লাগেজে ৩২টি পেট্রলবোমা উদ্ধার করেছি। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

এর আগে বুধবার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের সৌদি প্রবাসী টিটু সরদারের বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক জাতীয় ককটেল ও পেট্রলবোমাসহ বিভিন্ন উপাদান উদ্ধার করা হয় এবং তিনজনকে আটক করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম