Logo
Logo
×

সারাদেশ

নিজের ঘরে আগুন দিল যুবক

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৬:১৮ পিএম

নিজের ঘরে আগুন দিল যুবক

গাইবান্ধা সদর উপজেলায় নেশার টাকা না পেয়ে নিজের ঘরবাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে মাদকাসক্ত যুবক। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের ফুলবাড়ি হাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রামবাসী জানান, বাদিয়াখালী ইউনিয়নের ফুলবাড়ি হাজিপাড়া গ্রামের বাসিন্দা আছর আলী ক্ষুদ্র ব্যবসা করেন। পাশাপাশি অন্যের জমিতে কাজ করে সংসার চালান। তার ছেলের নাম ফারুক। সংসারে অভাবের কারণে বেশিদূর পর্যন্ত  পড়ালেখা করাতে পারেননি ছেলে ফারুককে। অল্প বয়সে এলাকার জুয়াড়ি ও মাদকাসক্তদের সঙ্গে ওঠাবসা ও সম্পর্ক গড়েন ফারুক। জড়িয়ে পড়েন জুয়া, মদ, গাজা, ট্যাবলেট ও ইয়াবা সেবনের সঙ্গে।

দীর্ঘদিন ধরে মাদকের নেশায় সে নিজের বাড়ির ও আশপাশের লোকজনের বাড়ি থেকে এটা সেটা চুরি করে মাদকের টাকা জোগাড় করত। বাড়ি থেকে বাবার দিনমজুরির টাকা জোর করে কেড়ে নিয়ে ইয়াবা সেবন করার ঘটনাও কয়েকবার ঘটেছে; কিন্তু অসহায় পিতা আছর আলী ছেলের অপকর্মের কথা কাউকে বলতে পারেননি। নিজের মায়ের পরনের কাপড় চুরি, থালা বাসন ও বিছানার চাদর চুরি করে বিক্রি করে নেশা করত ফারুক। তার অপকর্মে সংসারে অশান্তি ছিল অনেক বেশি।

বুধবার রাতে ফারুক তার পিতার কাছে নেশার জন্য ৩শ টাকা দাবি করে। পিতা তা দিতে পারেনি। ছেলেকে বুঝিয়ে কোনো মতো রাতটা পার করেন; কিন্তু বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠেই মাদকাসক্ত ছেলে ফারুক নেশার টাকার জন্য তার মায়ের সঙ্গে ঝগড়া শুরু করেন। এ সময় তার পিতা এগিয়ে এসে তাকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

একপর্যায়ে মাদকাসক্ত ছেলে ফারুক মা-বাবার কাছে নেশার টাকা না পেয়ে সে চুলার আগুন থেকে খড়িতে আগুন নিয়ে তার নিজের থাকার ঘরসহ রান্নাঘরে অগ্নিসংযোগ করে। মুহূর্তেই দাউ দাউ করে আগুন জ্বলে উঠলে আশপাশের লোকজন গাইবান্ধা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অবস্থা বেগতিক দেখে মাদকাসক্ত ছেলে ফারুক সটকে পড়ে।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত আল মামুন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে পুড়ে ভস্মীভূত হয়েছে দুটি ঘর।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম