Logo
Logo
×

সারাদেশ

ভাঙ্গায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ, আটক ৩

Icon

আব্দুল মান্নান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৭:৪১ পিএম

ভাঙ্গায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ, আটক ৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ঢাকা লকডাউন কর্মসূচিতে ফরিদপুরের ভাঙ্গায় দেশীয় অস্ত্র হাতে ৪টি স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন দলের নেতাকর্মীরা।

এ সময় মহাসড়কে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন আওয়ামী লীগের এক-দেড় হাজার নেতাকর্মী। বেলা ১১টার দিকে বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা সাবেক এক চেয়ারম্যানসহ ৩ জনকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

এর আগে সকাল ৯টার দিকে পুলিশের সঙ্গে র‌্যাব, সেনাবাহিনী সদস্যরা মহাসড়কে অবস্থান নেয়। এরপর পুলিশ ১০টার দিকে মুনসুরাবাদ ও ১১টার দিকে শুয়াদী এলাকার অবরোধকারীদের অনুরোধ করে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর ৬টা থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শুয়োদী বাসস্ট্যান্ড, মুনসুরাবাদ বাসস্ট্যান্ড ও ফরিদপুর বরিশাল মহাসড়কের পুকুরিয়া বাসস্ট্যান্ড ও পুলিয়া এলাকায় অবরোধ শুরু করেন। এতে ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের ২১ জেলার যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ বিষয় ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন জানান, আওয়ামী লীগের এক থেকে ২ হাজার নেতাকর্মী সড়ক অবরোধ করে রেখেছেন। আমি ও সেনাবাহিনী এবং র‌্যাব সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে যাচ্ছি। নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। সড়ক অবরোধের কারণে দক্ষিণাঞ্চলের চলাচলকারী যানবাহন বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে আজিমনগর ইউনিয়নের পুলিয়া এলাকায় এক্সপ্রেসওয়েতে ঘণ্টাখানেক অবরোধ করেছিল। ভোর ৬টা থেকে আলগী ইউনিয়নের শুয়াদী ও সকাল সাড়ে ৭টার দিকে হামেরদী ইউনিয়নের মুনসুরাবাদ ও পুখুরিয়া বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে দেশীয় অস্ত্র নিয়ে ও লাঠি হাতে শত শত নেতাকর্মী মহাসড়ক অবরোধ করে রাখে।

ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা থেকে গোপালগঞ্জমুখী ওই এলাকাটি আওয়ামী লীগ অধ্যুষিত। লকডাউন কর্মসূচি ঘোষণার পর এলাকাটিতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ৪টি জায়গায় দেশীয় অস্ত্র নিয়ে নেতাকর্মীরা অবস্থান করেন। ভোর থেকে আস্তে আস্তে নেতাকর্মীরা লকডাউনের সমর্থনে সড়কে অবস্থান নেন। পরে অন্যরা যোগ দিয়ে পুরো রাস্তা অবরোধ করেন। এতে এলাকায় উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়।

এরপর বেলা ১১টার সময় বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা শৃঙ্খলা ফেরাতে অবরোধ তুলতে মাঠে নামেন। বেলা ১১টার সময় নুরপুর বটতলা এলাকা থেকে নগরকান্দার চরদোষরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পথীক তালুকদার ও আক্রান্ত হোসেন এবং অজ্ঞাত একজনকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম