রেললাইনের এক জোড়া ফিসপ্লেট চুরি, নাশকতা চেষ্টার অভিযোগ
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১০:৩১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার গাবতলীর সুখানপুকুর ইউনিয়নের সুখানপুকুর রেলওয়ে স্টেশনের আওতাধীন নতুন গ্রাম এলাকায় দুর্বৃত্তরা রেললাইনের এক জোড়া ফিসপ্লেট চুরি করেছে। বুধবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে রেলের কী-ম্যানরা টের পেয়ে সেখানে ফিসপ্লেট লাগিয়ে দেন।
বগুড়া রেলের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) আফজাল হোসেন জানান, কেউ নাশকতা সৃষ্টির জন্য ফিসপ্লেট খুলে নেয়। এ সময়ের মধ্যে দুটি ট্রেন যাতায়াত করলেও অল্পের জন্য কোনো দুর্ঘটনা ঘটেনি।
বগুড়া রেলওয়ের প্রকৌশল বিভাগ সূত্র জানায়, বুধবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের সুখানপুকুর রেলওয়ে স্টেশনের আওতাধীন নতুন গ্রাম এলাকায় রেললাইন সংযোগ দেওয়ার এক জোড়া ফিসপ্লেট খুলে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে রেল বিভাগের কী-ম্যানরা লাইন পর্যবেক্ষণের সময় ফিসপ্লেট না থাকার বিষয়টি টের পান। তারা দ্রুত বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করার পর ফিসপ্লেট লাগিয়ে দেন।
বগুড়া রেলের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) আফজাল হোসেন জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে ওই পথে বোনারপাড়া থেকে সান্তাহারগামী লোকাল ট্রেন ও সান্তাহার থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেন অতিক্রম করে। ওপর প্রান্তে ফিসপ্লেট থাকায় অল্পের জন্য কোনো দুর্ঘটনা ঘটেনি।
বগুড়া রেলস্টেশনের স্টেশনমাস্টার সাজেদুর রহমান সাজু জানান, নাশকতার জন্য ফিসপ্লেট খুলে নিয়েছিল দুর্বৃত্তরা।
