ইয়াবাসহ ছাত্রদল নেতা রফিক ও যুবদল নেতা আলমগীর গ্রেফতার
যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১০:৪২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ইয়াবা বিক্রি করতে গিয়ে ঢাকার নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম ও একই উপজেলার শিকারীপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
তাদের মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার নয়ারহাট এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর থানার ওসি মুজিবুর রহমান। গ্রেফতারের পর তাদের মানিকগঞ্জ কোর্টে পাঠানো হয়। জামিন আবেদন করা হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
গ্রেফতারকৃত মো. রফিকুল ইসলাম (২৮) নবাবগঞ্জ উপজেলার সোনাবাজু গ্রামের বাচ্চু মিয়ার ছেলে এবং মো. আলমগীর হোসেন একই উপজেলার শিকারীপাড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে। তাদের কাছ থেকে ১৫টি নেশাজাতীয় মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর হরিরামপুর উপজেলার নয়ারহাট বাজারের জনৈক নকমুদ্দিনের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তিরা অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। মো. রফিদুল ইসলামের প্যান্টের পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং অপর আসামি মো. আলমগীর হোসেনের ট্রাউজারের পকেট হইতে সাদা পলিথিনে মোড়ানো আরও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে হরিরামপুর থানার ওসি মুজিবুর রহমান জানান, ইয়াবাসহ গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
