Logo
Logo
×

সারাদেশ

পীরগাছা আ.লীগের সহ-সভাপতি মিজানুর গ্রেফতার

Icon

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১০:৪৩ পিএম

পীরগাছা আ.লীগের সহ-সভাপতি মিজানুর গ্রেফতার

রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পীরগাছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমানকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ গেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান (৫৪) উপজেলার পীরগাছা সদর ইউনিয়নের বড় পানসিয়া গ্রামের আব্দুল জব্বার সরকারের ছেলে।

পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও ১৩ নভেম্বর কর্মকাণ্ড নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত লকডাউন সফল করার লক্ষ্যে প্রচারণা চালাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এসময় থানার এসআই সফিকুল ইসলাম আকন্দ সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করেন। পরে তাকে বিস্ফোরক মামলায় আদালতে সোপর্দ করা হয়।

পীরগাছা থানার এসআই সফিকুল ইসলাম আকন্দ জানান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমানকে গ্রেফতার করে বিস্ফোরক মামলায় আদালতে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম