আমরা মাঠে আছি জনগণের পাশে: শেখ আব্দুল্লাহ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১০:৪৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, আমরা মাঠে আছি জনগণের পাশে থাকতে। যে নেতারা জনগণের পাশে থাকে, তারাই প্রকৃত জনপ্রতিনিধি। আমরা ক্ষমতায় গিয়ে কৃষকের ন্যায্য অধিকার ও সুখ-সমৃদ্ধির জন্য কাজ করব। ইনশাআল্লাহ জনগণই বিএনপিকে বিজয়ী করবে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের পাথরঘাটায় কৃষকদের ধান কেটে সহায়তা করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সিরাজদিখান উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদ, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ওমর ফারুক রাসেল, সিরাজদিখান উপজেলা কৃষক দল সভাপতি হাফেজ আলমগীর, সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, সিরাজদিখান উপজেলা কৃষক দল মহিলা বিষয়ক সম্পাদিকা মারুফা আক্তার, স্থানীয় কৃষক মশিউর রহমানসহ কৃষক দল, বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
