দামুড়হুদার ২০ জামায়াত নেতাকর্মীর বিএনপিতে যোগদান
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১১:০৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দামুড়হুদা উপজেলার দর্শনা থানা ও পৌর জামায়াত ইসলামীর ২০ নেতাকর্মী কেন্দ্রীয় বিএনপির উপ-কোষাধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপি সভাপতি মাহমুদ হাসান খান বাবুর হাতে ধরে বিএনপিতে যোগদান করেছেন।
বৃহস্পতিবার দুপুরে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুর বাড়িতে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান ও সদস্যপদ গ্রহণ করেছেন তারা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বিএনপিতে যোগদান করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ বাংলাদেশ কুরআন শিক্ষা ফাউন্ডেশন ঢাকার সহ-সভাপতি হযরত মাওলানা নাজমুল হাসান বিপ্লবী ও দর্শনা পৌর ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. আব্দুল হামিদের নেতৃত্বে বিভিন্ন শিক্ষকসহ ২০ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন- দর্শনা থানার বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত, দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির অন্যতম সদস্য মশিউর রহমান, দর্শনা থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ রহমান লিংকন, মোস্তাফিজুর রহমান মোহন, দর্শনা পৌর ছাত্রদলের আরাফাত হোসেনসহ বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতারা।
