Logo
Logo
×

সারাদেশ

দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা

Icon

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১২:৩৪ পিএম

দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা

গাজীপুরের টঙ্গীতে আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

গাজীপুরের টঙ্গীতে আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এ সময় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন এক এএসআই। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে টঙ্গী পশ্চিম থানাধীন হাজীর মাজার বস্তির মূখে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। 

আহত পুলিশ কর্মকর্তা হলেন- টঙ্গী পূর্ব থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফজলুল হক।  

জানা যায়, একটি মামলার আসামি গ্রেফতার করতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকায় যায় পুলিশের একটি দল। এ সময় সন্দেহভাজন একজনকে আটক করতে গেলে হাজীর মাজার বস্তি থেকে অজ্ঞাতনামা ১০০/১৫০ লোক লাঠিসোটা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে মাথায় গুরুতর আঘাত পান পুলিশের এএসআই ফজলুল হক। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পুলিশ।  

পরে আহত পুলিশ কর্মকর্তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনার পর হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। রাতভর অভিযান চালিয়ে তিন হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ওসি ওয়াহিদুজ্জামান বলেন, এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম