এক নারী-দুই সহযোগীসহ সাবেক শ্রমিক দল নেতা কারাগারে
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৬:১৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
লক্ষ্মীপুরের রায়পুরে এক নারীসহ এক শ্রমিক দল নেতা ও তার দুই সহযোগীকে আটক করেছেন সচেতন গ্রামবাসী। পরে আটক চারজনকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১১টায় উপজেলার চরআবাবিল ইউপির হায়দরগঞ্জ বাজার এলাকার মাদ্রাসার পেছনের নজির মিয়ার বাড়ির একটি বাসায় অভিযান চালিয়ে তাদের ৪ জনকে আটক করেন সচেতন গ্রামবাসী। তাদের সবার বাড়ি চরআবাবিল গ্রামেই।
রায়পুর থানার হায়দরগঞ্জ ফাঁড়ির পরিদর্শক (ওসি) বেলায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও এলাকাবাসীর অভিযোগে এক নারী ও দুই সহযোগীসহ রায়পুরের উত্তর চরআবাবিল ইউনিয়নের শ্রমিক দলের সাবেক সহ-সভাপতি রাজুকে গ্রামবাসী পিটুনি দিয়ে আটক করে রাখে। তাদের চারজনকে উদ্ধার করে রাতেই রায়পুর থানায় পাঠিয়ে দেওয়া হয়।
পুলিশ দাবি করেছে, আটক নারী পেশাদার যৌনকর্মী। তবে ওই নারী জানান, সে যৌনকর্মী নয়। তাকে মিথ্যা কথা বলে রাজু, ফরহাদ ও আসলাম হায়দরগঞ্জ বাজারের মাদ্রাসার পেছনে একটি বাসায় নিয়ে গেলে গ্রামবাসী তাদের আটক করে পুলিশে দিয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মো. রাজু, ফরহাদ ও আসলাম দীর্ঘদিন ধরে ওই বাসায় বিভিন্ন এলাকা থেকে নারী এনে দেহব্যবসা পরিচালনা করতেন। বাসাটিতে প্রতিনিয়ত অপরিচিত লোকজন যাতায়াত করত, যা এলাকায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যবসায়ী বলেন, রাজুসহ কয়েকজন মূলত একজন নারী কারবারি, ওই নারীও এ কাজে জড়িত।
এ বিষয়ে রায়পুর থানার ওসি নিজাম উদ্দীন ভূঁইয়া বলেন, প্রাথমিক তদন্তের ভিত্তিতে ওই নারীসহ আটক ৪ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
