Logo
Logo
×

সারাদেশ

যোগদানের আগে বদলি বরগুনার ডিসি

Icon

বরগুনা (দক্ষিণ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৭:২৮ পিএম

যোগদানের আগে বদলি বরগুনার ডিসি

সন্দ্বীপ কুমার সিংহ। ছবি: সংগৃহীত

মাত্র পাঁচ দিনের ব্যবধানে পরিবর্তিত হলো বরগুনার জেলা প্রশাসকের পদায়ন। যোগদানের আগেই বদলি করা হয়েছে সদ্য নিয়োগ পাওয়া জেলা প্রশাসক সন্দ্বীপ কুমার সিংহকে। তার বদলে বরগুনার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব তাছলিমা আক্তার।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এই বদল আসে।

এর আগে ৮ নভেম্বর সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহকে বরগুনার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে পাঁচ দিনের মাথায় সেই পদায়ন স্থগিত করে নতুন সিদ্ধান্ত দিয়েছে সরকার। সর্বশেষ প্রজ্ঞাপনে তাকে বরগুনায় যোগদানের নির্দেশ থেকে অব্যাহতি দেওয়া হয়।

একই প্রজ্ঞাপনে বরগুনার বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলমকে ঢাকার জেলা প্রশাসক হিসেবে বদলি করা হলেও পরে তা স্থগিত করে তাকে নোয়াখালী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।

এ বিষয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি মনির হোসেন কামাল বলেন, কর্মক্ষেত্রে নারী-পুরুষের ভেদাভেদ নেই। দক্ষতা ও অভিজ্ঞতাই বড় বিষয়। বরগুনা একটি উপকূলীয় জেলা। এখানে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে। এখানে মানুষ অনেক বেশি আন্তরিক।

তিনি বলেন, যেহেতু বরগুনাবাসী প্রথমবারের মতো একজন নারী প্রশাসক পেয়েছেন তাই তার কাছে প্রত্যাশার জায়গা অনেক বেশি। আমরা বিশ্বাস করি, তিনি তার আন্তরিকতা, কর্মদক্ষতা এবং দূরদৃষ্টির মাধ্যমে এ জেলার উন্নয়নযাত্রাকে আরও ত্বরান্বিত করবেন এবং বরগুনাকে এগিয়ে নেবেন এক নতুন উচ্চতায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম