কুড়িগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আরও ১২ নেতাকর্মী গ্রেফতার
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৮:৪৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুড়িগ্রাম জেলা পুলিশ নাশকতাবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ জনকে গ্রেফতার করেছে। এ নিয়ে গত ৭২ ঘণ্টায় জেলার বিভিন্ন থানায় নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে ৫১ জনকে গ্রেফতার করেছে।
শুক্রবার গ্রেফতারকৃত আসামিরা হলেন- নাগেশ্বরী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. লিটন মিয়া, কুড়িগ্রাম সদর কাঁঠালবাড়ি ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ (৫৫), রৌমারী সরকারি ডিগ্রি কলেজের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ সুজন (৩৯), রৌমারী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. ইমরান হোসেন (২৭), উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য মো. রেজাউল করিম (৪২), কুড়িগ্রাম সদর ৫নং ভাঙ্গামোড় ২নং ওয়ার্ড আওয়ামী লীগসহ সভাপতি নুর ইসলাম (৫২), ১নং ফুলবাড়ী উপজেলা শাখা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক আশরাফুল হক মণ্ডল (৩৮), ফুলবাড়ী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. সুমন পোদ্দার (৩৭), রাজারহাট ৮নং ওয়ার্ড ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোপাল চন্দ্র বসুনিয়া (৬০), ভূরুঙ্গামারী তিলাই ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জহির উদ্দিন (৪০), নাগেশ্বরী মুজিব সেনা ঐক্য লীগের সভাপতি আশরাফুল আলম (৪২) ও রায়গঞ্জ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল মিয়া (৪৫)।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, তথাকথিত লকডাউনকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় নাশকতা সৃষ্টি ও সহিংস কর্মকাণ্ডের অভিযোগে গত ৩ দিনে বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলা পুলিশ সর্বমোট ৫১ জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার করেছে। জেলার আইনশৃঙ্খলা রক্ষায় এ অভিযান নিয়মিত চলমান থাকবে।
