‘সরকারপ্রধান হলে তারেক রহমান রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করবেন’
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১০:৩৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
‘আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমান সরকারপ্রধান হলে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করা হবে। পাশাপাশি মিয়ানমারের সঙ্গে থাকা স্থলসীমান্ত দিয়ে তৈরি করা হবে নতুন নতুন বাণিজ্যিক বন্দর ও করিডোর; যা দিয়ে দক্ষিণ এশিয়াতে বাংলাদেশের বাণিজ্যিক নতুন রেকর্ডের পাশাপাশি দেশের অর্থনীতিক চালিকাশক্তির কেন্দ্রবিন্দুতে যুক্ত হবে নতুন দিগন্ত।
টেকনাফের সেন্টমার্টিন, বঙ্গোপসাগর এবং পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্যকে একটি কাঠামোতে নিয়ে এসে টেকনাফকে আধুনিক পর্যটকবান্ধব অর্থনৈতিক শহর হিসেবে গড়ে তোলা হবে; যা থেকে টেকনাফের মানুষ কর্মসংস্থান সৃষ্টি করে অর্থনৈতিকভাবে সচ্ছল হবে।’
শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে টেকনাফ উপজেলা বিএনপির উদ্যোগে সরকারি এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির নতুন সদস্য ফরম সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এবং হুইপ শাহজাহান চৌধুরী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমানে কক্সবাজার তথা উখিয়া-টেকনাফের মূল সমস্যা রোহিঙ্গা, অপহরণ, মাদক, মানবপাচার। যার কারণে সাধারণ মানুষ থেকে সব পর্যায়ের মানুষ কষ্টে ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। আগামী নির্বাচনে যদি আপনেরা বিএনপি তথা ধানের শীষে ভোট দিয়ে আমাদের বিএনপি কে সংসদে পাঠান তা হলো আমরা সংসদে উক্ত জনসমস্যা তুলে ধরে সমাধানের চেষ্টা করব।
টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম টিমপ্রধান সেলিনা সুলতানা নিশীতাসহ অনেকেই।
বক্তব্য শেষে বিএনপি নেতারা টেকনাফ উপজেলার বিভিন্ন নেতাকর্মীর নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম পূরণ এবং বিতরণ করেন।
