ভৈরবে এনসিপির অফিস উদ্বোধন করলেন জুলাই শহীদ জোবায়েদের মা
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১০:৪৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কিশোরগঞ্জের ভৈরবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় শহরের বাসস্ট্যান্ড এলাকায় কার্যালয়টি উদ্বোধন করেন জুলাই গণঅভ্যুত্থানে ঢাকায় পুলিশের গুলিতে শহীদ জোবায়েদের মা ভৈরবের হোসনে আরা বেগম।
অনুষ্ঠানটি আয়োজন করেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের মনোনয়ন প্রত্যাশী ও ভৈরব উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী শরীফুল হক জয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাজিতপুর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী রাহাগীর আলম মান্না, কেন্দ্রীয় এনসিপির নেতা সিহাব উদ্দিন তুহিন, নরসিংদীর বেলাবো উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মো. মারজান হক, কিশোরগঞ্জ জেলা যুবশক্তির যুগ্ম আহ্বায়ক মানিক মিয়া, ভৈরব উপজেলা এনসিপি প্রতিনিধি রিসান কবির, সাবেক যুগ্ম আহ্বায়ক মোসাবির সাব্বির প্রমুখ।
অনুষ্ঠানে ভৈরব এনসিপির প্রধান সমন্বয়কারী শরীফুল হক জয় বলেন, আমরা স্বৈরাচারকে ক্ষমতা থেকে উচ্ছেদ করেছি। দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমাদের দল চেষ্টা করছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেত্রী হাসিনা এদেশে আর আসতে পারবেন না, আসতে দেব না। ১৫ বছর ক্ষমতায় থেকে এই স্বৈরাচার দেশকে ধ্বংসসহ, লুটপাট, টাকা পাচার করে অর্থনীতি শেষ করে গেছে। এখন ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফ্যাসিস্টদের দিয়ে দেশে জ্বালাও-পোড়াও শুরু করেছে। এই ষড়যন্ত্র রুখতে হবে।
আগামী নির্বাচনে এনসিপির প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এনসিপি ক্ষমতায় যেতে পারলে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে এবং মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।
