Logo
Logo
×

সারাদেশ

সেচপাম্পে সংযোগ দিতে গিয়ে যুবকের মৃত্যু

Icon

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১২:০৬ পিএম

সেচপাম্পে সংযোগ দিতে গিয়ে যুবকের মৃত্যু

কুরে সেচপাম্পে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. রবিন (২৩) নামে এক যুবকের মৃত্যু। ফাইল ছবি

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল বাতানবাড়ি পুকুরে সেচপাম্পে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. রবিন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে অধ্যক্ষ আবু তাহেরের বাড়ির পাশের পুকুরে এ দুর্ঘটনাটি ঘটে।

শুক্রবার রাত ৯টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ আজিজুল হক।

নিহত রবিন ওই গ্রামের রিক্সা চালক রেজাউলের ছেলে এবং সে পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

নিহতের পিতা রেজাউল জানায়, শুক্রবার দুপুরে রবিন মসজিদে জুমা নামাজে যাওয়ার পথে প্রতিবেশী সাঈদ নামের এক যুবক পুকুরে সেচ পাম্পে বৈদ্যুতিক সংযোগ দিতে বলেন। এ সময়ে সেচ পাম্পে বৈদ্যুতিক সুইচ সংযোগ দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।  তখন তাকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ঘটনাস্থলে তদন্ত করতে যান বুড়িচং থানার এসআই মজিদ।

এ বিষয়ে বুড়িচং থানার ইনচার্জ আজিজুল হক জানায়, বিদ্যুৎস্পৃষ্টে রবিন নামের এক যুবকের লাশ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম