Logo
Logo
×

সারাদেশ

২ মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ সিয়ামের

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৬:৩৩ পিএম

২ মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ সিয়ামের

রাজবাড়ীর কালুখালীতে প্রায় দুই মাস ধরে নিখোঁজ কিশোর সিয়াম হোসেন। ১৬ বছরের এই কিশোরের সন্ধান না পেয়ে দিশেহারা পরিবার। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেও কোনো তথ্য পায়নি।

থানা সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া ডাঙ্গি এলাকা থেকে নিখোঁজ হয় সিয়াম। ১০ অক্টোবর কালুখালী থানায় জিডি করেন তার মা আকলিমা খাতুন। জিডি নাম্বার ৩৮৬। 

পরিবার জানায়, ঘটনার দিন সকালে নাশতা করে পুকুরে গোসলের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যায় সিয়াম। এরপর আর বাড়ি ফিরে আসেনি। আশপাশসহ বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ মেলেনি। সিয়ামের সন্ধান পেতে সবার সহযোগিতা চেয়েছেন মা আকলিমা খাতুন।

ছেলের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেলে নিকটস্থ থানায় জানানোরও অনুরোধ জানিয়েছে পরিবার।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম