Logo
Logo
×

সারাদেশ

৬ মাসের মধ্যে রামগতি-হাতিয়ার সীমানা বিরোধ নিরসন করব: নিজান

Icon

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৯:৪৪ পিএম

৬ মাসের মধ্যে রামগতি-হাতিয়ার সীমানা বিরোধ নিরসন করব: নিজান

ছবি: যুগান্তর

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও দলটির কেন্দ্রীয় সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, আমাদের পার্শ্ববর্তী নোয়াখালীর হাতিয়া ও লক্ষ্মীপুর রামগতি উপজেলার ‘বয়ারচর’ নিয়ে দুই জেলার সীমানা বিরোধ দীর্ঘদিনের। এ সীমানা বিরোধকে কেন্দ্র করে দুই উপজেলার মানুষের মধ্যে অনেক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। অনেক মারামারি হয়েছে। আমি কথা দিলাম ৬ মাসের মধ্যে এই বিরোধ মিটিয়ে ফেলব।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ত্রয়োদেশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষে উপজেলার চরগাজী ইউনিয়নে এক নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, এবার হাতিয়া উপজেলায় বিএনপির মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামিম। শামিম হলো আমার ছোট ভাই। আমরা তাকে চাকসুর জিএস বানিয়েছিলাম। অসম্ভব ভাল, সৎ, ইয়াং ছেলে। মানুষ তাকে ভালবাসে। হাতিয়া থেকে যদি শামিম এমপি হয়। আর রামগতি-কমলনগর থেকে আপনাদের সহযোগিতায় আল্লাহ যদি আমাকে কামিয়াব করে, বয়ারচরের নেতারা, আপনারা যদি এদিক-সেদিক না করেন। 

তিনি বলেন, এখানে উত্তর হাতিয়া ও দক্ষিণ হাতিয়া হবে। আমরা কেউ কারো শত্রু নই। আমরা পরস্পর আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব। আমরা একই ভাষার মানুষ। আমাদের মধ্যে বিরোধ থাকবে কেন? 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি ডা. জামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিনসহ বিএনপি নেতাকর্মীরা।

উল্লেখ্য, বয়ারচর রামগতি ও হাতিয়া উপজেলার সীমান্তবর্তী একটি চর। ওই চরে প্রায় লাখের অধিক মানুষের বসবাস। চরে বসবাসরত মানুষগুলো লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার ভোটার হলেও সীমানা বিরোধ নিয়ে একটি মামলা হয় আদালতে। ওই মামলায় রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের তিনটি ওয়ার্ডকে হাতিয়ার উপজেলার অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন আদালত। এ নিয়ে দুই উপজেলার মানুষের মধ্যে চলে আসছে সংঘাত সংঘর্ষ। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম