জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই: ডা. জাহিদ
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১০:৫৪ পিএম
বক্তব্য রাখছেন ডা. এজেডএম জাহিদ হোসেন। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, স্বৈরাচারকে চূড়ান্তভাবে প্রতিহত করতে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অংশগ্রহণ উপলক্ষ্যে শনিবার সন্ধ্যায় দিনাজপুরে এক জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, চব্বিশের ৫ আগস্টের আগে যারা ঐক্যবদ্ধ ছিলেন, সেই মানুষগুলোর মধ্যে এমনকি সমস্যা সৃষ্টি হলো যে আজকে আমরা একেকজন একেক ধরনের কথা বলছি। কেউ কেউ জনগণের চাওয়া-পাওয়াকে গুরুত্ব না দিয়ে প্রেস কনফারেন্স করে কর্তৃত্ববাদী মানসিকতা চালাচ্ছেন। এটা স্বৈরাচারী মানসিকতা অথবা দেশি-বিদেশি ষড়যন্ত্রের সঙ্গে আপনারা হাত মিলিয়েছেন।
ডা. জাহিদ বলেন, দেশের মানুষ আজ ভোটের জন্য উন্মুখ হয়ে আছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাও বলেছেন, ঈদ উৎসবের মতো আনন্দমুখর পরিবেশে ভোট হবে। কিন্তু এখন থেকে যারা ভোটকে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করছে, তাদের উদ্দেশ্য ডাল মে কুছ কালা হায়। তিনি জনগণের কাছে গিয়ে জনগণের রায় মেনে নেওয়ার আহ্বান জানান।
জরুরি সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিপুল ভোটে জয়লাভ করতে বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন পরামর্শ দেন ডা. জাহিদ।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। জেলা বিএনপির সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, মকসেদ আলী মঙ্গলীয়া প্রমুখ।
