কালকিনিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১১:০১ এএম
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত শিশিরকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
মাদারীপুর সরকারি কলেজের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম শিশিরকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৬ নভেম্বর) ভোররাতে সন্ত্রাস বিরোধী আইনে নিজ বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয় তাকে।
গ্রেফতার শিশির উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামের ভাষাই বেপারীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ির সামনে থেকে গ্রেফতার করেন।
এ ঘটনায় কালকিনি থানার ওসি কেএম সোহেল রানা জানান, শিশিরের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা থাকায় গ্রেফতার করা হয়েছে।

-69194d309c54c.jpg)