Logo
Logo
×

সারাদেশ

সাউন্ড বক্স বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ৩০

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৬:২৮ পিএম

সাউন্ড বক্স বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ৩০

ষংঘর্ষ। ছবি: যুগান্তর

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

রোববার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার হামেরদী ইউনিয়নের সিঙ্গারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সিঙ্গারিয়া গ্রামের মনি মোল্লা ও একই গ্রামের আসাদ মেম্বারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার মনি মোল্লার দলের বাবুল মোল্লার ছেলের সুন্নতে খাতনা অনুষ্ঠানে জোরে জোরে সাউন্ড বক্স বাজাতে থাকে। তখন আসাদ মেম্বারের দলের লোকজন সাউন্ড বক্স আস্তে আস্তে বাজাতে বলেন। এ নিয়ে দুপক্ষের লোকজনের মধ্যে তর্কবিতর্ক হয়। পরে সাউন্ড বক্স বন্ধ করতে পুলিশকে খবর দেওয়া হয়। রাতে পুলিশ এসে সাউন্ড বক্স বন্ধ করে দেয়।

এ ঘটনার জেরে রোববার সকাল ৮টার দিকে আসাদ মাতুব্বরের দলের জাফর মাতুব্বরকে মারধর করে ৩টি দাঁত ভেঙে দেয় মনি মোল্লার লোকজন।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে মনি মোল্লার ও আসাদ মাতুব্বরের দলের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পালটা ধাওয়া শুরু করে। এ সময় এলাকা রণক্ষেত্র পরিণত হয়। ঘণ্টব্যাপী চলা সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হন। 

এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন বলেন, সিঙ্গারিয়া গ্রামে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

ওসি বলেন, এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম