বাহারকন্যা সূচনার অর্থায়নে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার চেষ্টা, গ্রেফতার ৪৪
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৬:৩৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সাবেক এমপি বাহাউদ্দিন বাহারের মেয়ে কুমিল্লার সাবেক মেয়র সূচনার অর্থায়নে নগরীতে কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগ ঝটিকা মিছিল এবং নাশকতার চেষ্টা করছিল। এ অভিযোগে ৪৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত নগরী এবং জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, রোববার সকাল ৮টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা নগরীতে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় মিছিলের প্রস্তুতিকালে ২৯ জনকে গ্রেফতার করা হয়।
এর আগে সকালে নগরীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ও নাশকতার উদ্দেশ্যে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হতে থাকে।
কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম বলেন, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঝটিকা মিছিল ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার খবর পেয়ে আমরা অভিযান চালাই। নগরীর টমছমব্রিজ, বাদুরতলা ও ধর্মসাগরপাড় এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগের এসব নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বাঁশের লাঠিসহ নাশকতার পরিকল্পনার বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।
তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার প্রস্তুতিসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত করার কাজও চলছে। এ ঘটনায় নগরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, কুমিল্লায় নাশকতার লক্ষ্যে সাবেক এমপি বাহাউদ্দিন বাহারের মেয়ে সূচনার অর্থায়নে নগরীতে নিষিদ্ধ ছাত্রলীগ ঝটিকা মিছিলের প্রস্তুতি নেয়। এ সময় অভিযান চালিয়ে নগরী থেকে ২৯ জনসহ পুরো জেলায় মোট ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ব্যানার, লাঠিসহ নাশকতার পরিকল্পনার বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে।
