Logo
Logo
×

সারাদেশ

প্রকৌশলীর বাড়িতে ৭ ঘণ্টা ধরে ডাকাতি

ফেলে যাওয়া ১২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৮:১৩ পিএম

প্রকৌশলীর বাড়িতে ৭ ঘণ্টা ধরে ডাকাতি

পাবনার ঈশ্বরদীতে সাবেক এলজিআরডি প্রকৌশলী মশিউর রহমান মজনুর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত পৌর শহরের শেরশাহ রোডের ওই বাড়ির দ্বিতীয়তলায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই বাড়ির দ্বিতীয়তলার ভাড়াটিয়া ও সৌদি প্রবাসীর স্ত্রী আল্পনা খাতুন, তার দুই সন্তান অনুপম আহমেদ গৌরব ও অর্ক বিশ্বাসকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় সাত ঘণ্টা ধরে ডাকাতরা তাণ্ডব চালায়।

ভুক্তভোগীর ছেলে অর্ক বিশ্বাস জানান, ঘটনার দিন দুপুরে অপরিচিত এক ব্যক্তি আমাদের বাসার দরজার সামনে দাঁড়িয়ে পানি পানের কথা বলে বাসায় প্রবেশ করে। প্রবেশের পরপরই তার কাছে থাকা পিস্তল দিয়ে আমাদের জিম্মি করে ফেলে। এরপর সন্ধ্যার দিকে আরও তিনজন বাড়িতে আসেন। পরে তারা আলমারি ভেঙে নগদ পাঁচ লাখ টাকা, সাত ভরি স্বর্ণালংকার ও চারটি মোবাইল ফোন লুট করে নিয়ে পালিয়ে যায়।

এ সময় ভুক্তভোগী প্রবাসীর বড় ছেলে অনুপম আহমেদ গৌরব একজন ডাকাত সদস্যকে একা পেয়ে পেছন থেকে রড দিয়ে মাথায় আঘাত করলে ওই ব্যক্তি অচেতন হয়ে যায়। পরে তাকে একটি রুমে আটকে রেখে প্রবাসীর স্ত্রী আল্পনা খাতুন বাহিরে এসে চিৎকার শুরু করেন। ততক্ষণে পেছনের জানালার গ্রিল ভেঙে আহত ডাকাত সদস্য পালিয়ে যায়।

পরে খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের ফেলে যাওয়া একটি বিদেশি পিস্তল, ১২ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিন এবং নাম্বারবিহীন ইয়ামাহা ভি-টু ১৬০ সিসি মোটরসাইকেল উদ্ধার করে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত ডাকাত সদস্য শুটার আলমগীর ও তার সহযোগীদের শনাক্ত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা করছি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম