আ.লীগ ও সহযোগী সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার
যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৮:৩৭ পিএম
আ.লীগ ও সহযোগী সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহত ও নাশকতার মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৬ নভেম্বর) বিকালে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় আশুলিয়ার শিমুলিয়া, ইয়ারপুর ও পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সক্রিয় সাত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য শক্তি প্রসাদ ঘোষ (৪৮), ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের ৬নং ওয়ার্ডের তথ্য বিষয়ক সম্পাদক মামুন দেওয়ান (৩৬), শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের দপ্তর সম্পাদক অন্নদাস প্রসাদ ঘোষ (৬৫), শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সদস্য ভুলানাথ সূত্রধর (৫৮), পাথালিয়া ইউনিয়ন যুবলীগের ৫নং ওয়ার্ডের প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম নজরুল (৩৯), শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৪নং ওয়ার্ডের সদস্য শরিফুল ইসলাম গফুঁর (৬০) ও শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ (৩৭)।
আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান, গ্রেফতারদের বিকালে আদালতে পাঠানো হয়েছে।

-6919dd2a84857.jpg)