Logo
Logo
×

সারাদেশ

‘যমুনা’ উপজেলার দাবিতে সিরাজগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৮:৩৯ পিএম

‘যমুনা’ উপজেলার দাবিতে সিরাজগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশ

ছবি: যুগান্তর

সিরাজগঞ্জের কাজীপুরে ‘যমুনা’ নামে নতুন উপজেলা গঠনের দাবিতে সমাবেশ করেছেন স্থানীয় শিক্ষক-শিক্ষার্থীরা। এতে চরাঞ্চলের ছয় ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের দাবি জানানো হয়।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে নাটুয়ারপাড়া-পানাগাড়ি সড়কে 'যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ' নামে একটি সংগঠনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে চরাঞ্চলের ২১টি প্রাথমিক, ১৩টি মাধ্যমিক ও দুটি উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন- যমুনা উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সালাম, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম, রেজাউল করিম, ফজলুল হক সরকার, সাইফুর রহমান স্বপন, মোছা. লাইলী বেগম ও মোছা. রাজিয়া সুলতানা, উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর আলম, সোহরাওয়ার্দী, আব্দুল আজিজ বিএসসি, আব্দুস সালাম, নজরুল ইসলাম, এনামুল হক, মোস্তাফিজুর রহমান দুলাল, তোজাম্মেল হক ও নুর হোসেন, কলেজের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ হেল বাকী প্রমুখ।

বক্তারা নাটুয়ারপাড়া, তেকানী, খাসরাজবাড়ী, নিশ্চিন্তপুর, চরগিরিশ ও মনসুরনগর—এই ছয়টি ইউনিয়নকে নিয়ে 'যমুনা' নামে নতুন উপজেলা গঠনের দাবি জানান।

তারা বলেন, যমুনা নদী দ্বারা বিচ্ছিন্ন হওয়ায় চরাঞ্চলের এ ছয়টি ইউনিয়ন দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত উন্নয়নে পিছিয়ে আছে। প্রায় দুই লাখ মানুষের মৌলিক সেবা নিশ্চিত করতে একটি নতুন উপজেলা গঠন অত্যন্ত জরুরি। যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কারণে এ অঞ্চলের মানুষ শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নের সুবিধা থেকে বঞ্চিত। বক্তারা আশা প্রকাশ করেন যে, নতুন উপজেলা গঠিত হলে এই বৈষম্য দূর হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম