ঠিকাদারকে পেটানোয় ছাত্রদলের আহ্বায়কসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
যুগান্তর প্রতিবেদন, পটুয়াখালী
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১০:৫০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মির্জাগঞ্জে ঠিকাদার বশির আলমকে প্রকাশ্যে পিটিয়ে আহত করার অভিযোগ এনে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বাশার মোকলেছসহ ছয়জনকে আসামি করে মামলা করা হয়েছে। আদালত মামলাটি মির্জাগঞ্জ থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে আবুল বাশার মোকলেছ, সাইফুল, হাসান রাড়ি, মাসুম হাওলাদার, হাফিজুর ঢ়াড়ী ও সেজান জাকিরকেও আসামি করা হয়েছে; সঙ্গে আরও ১০–১৫ অজ্ঞাতনামা ব্যক্তির নাম উল্লেখ আছে।
বশির আলম আদালতে জানান, গত কয়েক মাস যাবত অভিযুক্তরা নিয়মিতভাবে ২০ লাখ টাকা চাঁদা দাবি করত এবং টাকা না দিলে ‘চিরতরে শেষ করে দেওয়া হবে’ বলে হুমকি দিতেন। বুধবার (১২ নভেম্বর) রাতে সুবিদখালী বাজারের নান্নু মার্কেটের সামনে তাকে প্রকাশ্যে পিটিয়ে আহত করা হয়েছে।
এ ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা যায়— বশিরকে প্রথমে একজন চেয়ার দিয়ে আঘাত করে, এরপর আরও কয়েকজন এসে তাকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত বশিরকে স্থানীয়রা উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
অভিযুক্ত আহ্বায়ক আবুল বাশারকে বারবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।
মির্জাগঞ্জ থানার ওসি নজরুল ইসলাম বলেন, শুনেছি মামলা হয়েছে। এখনো আদালতের কপি হাতে পাইনি। তবে আদালতের নির্দেশ অনুযায়ী এজাহার গ্রহণ করা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
