মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ, আহত ২
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১১:০৩ এএম
ককটেল বিস্ফোরণে আহত রিকশাচালক সাগর ও নবীন। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ২০ মিনিটের ব্যবধানে পৃথক দুটি স্থানে তিনটি ককটেল বিস্ফোরণের
ঘটনা ঘটেছে। এতে রিকশাচালক সাগর ও নবীন নামে দুই ব্যক্তি আহত হয়েছেন।
রোববার (১৬ নভেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে বিস্ফোরণগুলো ঘটে।
প্রথম দুটি বিস্ফোরণ ঘটে বাসস্ট্যান্ডের অদম্য ৭১ শহীদ স্মৃতি স্তম্ভের সামনে। এরপর রাত সাড়ে ১০টার দিকে পৌর সুপার মার্কেটের সামনে আরও একটি ককটেল বিস্ফোরিত হয়। হঠাৎ শব্দে স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাত্র ২০ মিনিটের ব্যবধানে এ ৩টি ককটেল বিস্ফোরণ করা হয়। দুর্বৃত্তরা দূর থেকে ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।
মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত দুজনকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর পুলিশ এলাকায় টহল জোরদার করেছে এবং দায়ীদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

