গ্রামীণ ইন্ডাষ্ট্রিয়াল পার্কে ককটেল নিক্ষেপ
যুগান্তর প্রতিবেদন, গাজীপুর
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১১:৫৬ এএম
গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের গেটের সামনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের কালিয়াকৈরে গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের গেটের সামনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে পুড়ে গেছে সাইনবোর্ড। সোমবার ভোর ৫ টার দিকে এ ঘটনা ঘটে।
এছাড়াও পাশে কনস্ট্রাকশন কাজ চলমান স্থানেও ককটেল নিক্ষেপ করেছে৷
পুলিশ ও নিরাপত্তা কর্মীদের সূত্রে জানা যায়, কালিয়াকৈরে উপজেলার হরতকিতলা এলাকায় মহাসড়কের পাশে অবস্থিত গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক-২ এ ভোরে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ওই সময় গেটে কোন লোক ছিলো না। লোকজন শব্দ শুনে বাহিরে এসে আগুন দেখতে পায়৷পরে নিরাপত্তাকর্মীরা সেই আগুন নিয়ন্ত্রণ করে। এরপর পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে আসেন৷ এছাড়াও পাশে একই প্রতিষ্ঠানের কনস্ট্রাকশনের কাজ চলমান থাকা স্থানে আরও একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়৷
গ্রামীন ইন্ডাস্ট্রিয়াল পার্কের নিরাপত্তাকর্মী সিরাজুল ইসলাম বলেন, ভোর ৫ টার দিকে দুর্বৃত্তরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গাজীপুরের কালিয়াকৈরের হরতকিতলা গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের গেটে ককটেল নিক্ষেপ করে। এ সময় সাইন বোর্ডে আগুন ধরে গেলে তা নিভিয়ে ফেলা হয়। আগুনে সাইনবোর্ডটি পুড়ে গেছে। আমরা ভেতরে ছিলাম,শব্দ শুনে এসে দেখি আগুন ধরে যায়।
এছাড়াও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মেদি আশুলাই এলাকায় গভীর রাতে মাটি কাটার একটি ভ্যেকুতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মান্নানকে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি। এছাড়াও ঘটনাস্থলে থাকা ইন্ডাস্ট্রিয়াল পুলিশও কথা বলতে রাজি হয়নি।

-691ab602d3331.jpg)