আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা নেই: ডিআইজি রেজাউল
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০১:২০ পিএম
ঢাকা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম মল্লিক। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শক্ত অবস্থানে রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা শাটডাউনে ভাঙ্গাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটার শঙ্কা নেই বলে দাবি করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম মল্লিক।
সোমবার (১৭ নভেম্বর) সকালে দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা বাসস্ট্যান্ড পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনী, এপিবিএন ও বিজিবির কর্মকর্তা ও সদস্যরা।
ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান, আইনশৃঙ্খলা রক্ষাসহ মানুষের জান-মালের নিরাপত্তা রক্ষায় যা যা করনীয়, সব করছি। আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছ। গতকাল থেকেই মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান করছে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান, এপিবিএন, পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ। ভাঙ্গার যেসব পয়েন্টে অবরোধকারীরা নামতে পারে সকল পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে। আশা করছি অনাকাঙ্ক্ষিত কোনো কিছুই ঘটবে না।
এ সময় ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল, ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন, ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকিবুজ্জামানসহ আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সোমবার (১৭ নভেম্বর) শেখ হাসিনা, আসাদুজ্জামান কামালসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে রায় ঘোষণা করা হবে।

-691ab602d3331.jpg)