অটোরিকশা-মোটরসাইকেল গুঁড়িয়ে দিল বন্যহাতি, ২ বৃদ্ধা নিহত
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৬:৪৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাঙামাটিতে বন্যহাতির তাণ্ডবে পড়ে ২ বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে গুঁড়িয়ে দিয়েছে বন্যহাতি।
নিহতরা হলেন- ঝরনা চাকমা (৭৫) ও সুজিতা চাকমা (৬৫)।
রোববার রাতে রাঙামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কের বড়াদম এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। নিহত দুই নারী রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের চেয়ারম্যানপাড়া ও বড়াদম এলাকার বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, এদিন সন্ধ্যার পর মালামালসহ অটোরিকশায় করে রাঙামাটি শহর থেকে নিজেদের বাড়ি যাচ্ছিলেন দুই বৃদ্ধা ঝরনা ও সুজিতা। পথে দুইটি বন্যহাতির কবলে পড়লে শুঁড় ও পায়ে পিষ্ট করে তাদের ওপর আক্রমণ চালায় হাতি দুটি। এ সময় অটোরিকশাটিসহ অন্য একটি মোটরসাইকেল গুঁড়িয়ে দিয়ে পাশের জঙ্গলে চলে যায় বন্যহাতি।
পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাঙামাটি থেকে ফায়ার সার্ভিসের লোকজন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকসহ তিনজনকে উদ্ধার করে রাতে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম পাঠানো হলে পথে ঝরনা ও সুজিতা মারা যান। অটোরিকশাচালককে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মো. সাহেদ উদ্দিন বলেন, রোববার রাতে মালামাল ও যাত্রী নিয়ে ২টি অটোরিকশা এবং একটি মোটরসাইকেল রাঙামাটি শহর থেকে বড়াদম এলাকায় যাচ্ছিল। এ সময় একটি অটোরিকশার চালকসহ দুই নারীযাত্রী বন্যহাতির আক্রমণের শিকার হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে চট্টগ্রাম নেওয়ার পথে দুই নারী মারা যান।
