অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের বাড়ির নিরাপত্তা জোরদার
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের বাড়িতে পুলিশ পাহারা বসিয়েছে। একই সঙ্গে ফেনীর ফুলগাজী উপজেলায় সরব রাজনৈতিক তৎপরতা ও নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে। এলাকায় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তূজা মজুমদারের ফুলগাজী আনন্দপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে সকাল থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। থানা প্রশাসন বাড়ির চারপাশে নিরাপত্তায় ঘিরে রাখে।
পরিস্থিতি শান্ত থাকলেও প্রশাসন পুরো উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল জোরদার করেছে।
নিরাপত্তার বিষয়ে জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান যুগান্তরকে জানান, বিচারপতির বাড়ির নিরাপত্তার নিশ্চিত করতে পুলিশ পাহারা বসানো হয়েছে। এছাড়াও জেলাজুড়ে অতিরিক্ত পুলিশ টহল জোরদার করা হয়েছে। পুলিশ পাহারা কবে প্রত্যাহার হবে তা নিশ্চিত করে এখনো বলা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।
এদিকে উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও বাড়ির সামনে অবস্থান নেন। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা সেখানে নিরাপত্তায় সহায়তা করছেন বলে জানা গেছে।
বিভিন্ন সড়কে মোটরসাইকেল মহড়া, স্লোগান ও আনন্দ মিছিল দেখা যায়। তরুণ কর্মীদের অংশগ্রহণে এসব মহড়ায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
