Logo
Logo
×

সারাদেশ

মোটরসাইকেল থেকে পড়ে হিসাবরক্ষণ কর্মকর্তা নিহত

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৬:৫৪ পিএম

মোটরসাইকেল থেকে পড়ে হিসাবরক্ষণ কর্মকর্তা নিহত

চলন্ত মোটরসাইকেল থেকে ঢলে পড়ে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শাহীনুর আলম আকন্দ (৪৭) নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নেত্রকোনা-কলমাকান্দা সড়কের বামনী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহীনুর আলম আকন্দ ২০২১ সাল থেকে কলমাকান্দা উপজেলায় হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি খালিয়াজুরি উপজেলার সাতগাঁও এলাকায়। তিনি নেত্রকোনা শহরের সাতপাই গাইনপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে শহীনুর আলম আকন্দ মোটরসাইকেল চালিয়ে কর্মস্থল কলমাকান্দায় আসছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে নেত্রকোনা-কলমাকান্দা সড়কের বামনী এলাকায় পৌঁছলে তিনি হঠাৎ করে মোটরসাইকেল থেকে ঢলে সড়কে পড়ে যান। এতে তার শরীরের কয়েকটি স্থানে কিছুটা আঘাত পেয়ে রক্ত বের হয়।

এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গোলাম মোর্শেদ পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা হাসপাতালে দেখতে চান।

দুপুর সোয়া ১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই কর্মকর্তার লাশ হাসপাতালে রাখা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে যান।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত এক শোক বার্তায় উল্লেখ করেন, মো. শাহীনুর আলম আকন্দের মৃত্যুতে উপজেলা প্রশাসন-পরিষদ পরিবার গভীরভাবে মর্মাহত ও শোকাহত। আমরা শোক-সন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম