শিশু শিক্ষার্থী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ-বিক্ষোভ
পাবনা প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৭:০৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পাবনায় ৯ বছরের শিশু শিক্ষার্থী হাফসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নিহতের স্বজনসহ কয়েকশ ছাত্র-জনতা।
সোমবার দুপুরে উত্তর শালগাড়িয়া সরদারপাড়া থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশ শেষে মিছিল নিয়ে শহরের আব্দুল হামিদ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরে বিক্ষোভ মিছিলসহ তারা পাবনা সদর থানা চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় নিহত শিশু শিক্ষার্থী হাফসার স্বজন ও এলাকাবাসীসহ কয়েকশ ছাত্র-জনতা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য দেন।
প্রায় দেড় ঘণ্টাব্যাপী এসব কর্মসূচি পালন করার পর পুলিশের পক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দিলে কর্মসূচি তুলে নেয় বিক্ষোভকারীরা।
শনিবার (১৫ নভেম্বর) রাতে পাবনা পৌর সদরের উত্তর শালগাড়িয়া সরদারপাড়া এলাকার ৯ বছরের শিশু শিক্ষার্থী হাফসার লাশ তার নানা বাড়ির পাশের একটি বাগান থেকে উদ্ধার করা হয়। ধারণা করা হয়, দুর্বৃত্তরা হাফসাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে এবং তার লাশ পরে বাগানে ফেলে রাখে।
নিহত হাফসা উত্তর শালগাড়িয়া সরদারপাড়ার নানা মল্লিক সরদারের বাড়িতে থাকত এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। এ ঘটনার পর পুলিশ রোববার রাতে রমজান (২২) ও সাব্বির (২৩) নামের দুই যুবককে আটক করে।
পাবনা থানার ওসি আব্দুস সারাম জানান, পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে অভিযুক্তদের গ্রেফতারে মাঠে নেমেছে। এরই মধ্যে শিশু হাফসার লাশের ময়নাতদন্ত করার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।
