‘আ.লীগের রাজনীতির সঙ্গে আর জড়িত থাকব না’
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৮:০৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাথমিক সদস্যসহ সব ধরনের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। সোমবার (১৭ নভেম্বর) উপজেলার কুশলী ইউনিয়নের নিজবাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
পদত্যাগের ঘোষণা দেওয়া তয়েব আলী শেখ কুশলী ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
সংবাদ সম্মেলনে তয়েব শেখ বলেন, বিগত দিনে আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম; কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছি। তাই সোমবার থেকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগ করছি। ভবিষ্যতে আর কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আর জড়িত থাকব না। আগামীতে নিরপেক্ষভাবে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব।
জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর টুঙ্গিপাড়া উপজেলায় মোট ৫ জনসহ এ নিয়ে মোট ৬ জন আওয়ামী লীগ নেতা পদত্যাগ করেছেন।
