Logo
Logo
×

সারাদেশ

পাগলা কুকুরের কামড়ে আহত ১২

Icon

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৮:১২ পিএম

পাগলা কুকুরের কামড়ে আহত ১২

মাদারীপুরের শিবচরে বাঁশকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছেন ১২ জন। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

জানা গেছে, মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়ন ৭নং ওয়ার্ড পঞ্চগ্রাম কাজীকান্দি গ্রামে একটি পাগলা কুকুর সোমবার দুপুরে বিভিন্ন মানুষকে কামড়ানো শুরু করে। কুকুরের কামড়ে গুরুতর জখম কমপক্ষে ৭ জনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি ৫ জন শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

চিকিৎসক জানিয়েছেন, তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শায়লা পারভীন জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে কুকুরে কামড়ানোর চিহ্ন রয়েছে। সবাইকে জলাতঙ্ক রোগের টিকা প্রদান করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম