Logo
Logo
×

সারাদেশ

হাসিনার ফাঁসির রায় কার্যকর দেখতে চায় বাবুগঞ্জের ৩ শহীদ পরিবার

Icon

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৮:৩১ পিএম

হাসিনার ফাঁসির রায় কার্যকর দেখতে চায় বাবুগঞ্জের ৩ শহীদ পরিবার

শান্ত, আবির ও রাকিব। ছবি: যুগান্তর

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির ফাঁসির রায় শুনে খুশি হয়েছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার শহীদ পরিবারের সদস্যরা। সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন। রায়ে আদালত বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে। এর মধ্যে একটিতে আমৃত্যু কারাদণ্ড এবং অন্য দুটি অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। 

শেখ হাসিনার  বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণায় এক প্রতিক্রিয়ায় শহীদ পরিবারের সদস্যরা শেখ হাসিনার দ্রুত ফাঁসির আদেশ কার্যকরসহ বাস্তবায়ন  কামনা করেন।

জুলাই গণঅভ্যুত্থানে নিহত বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মহিষাদী এলাকার শহীদ ফয়সাল আহাম্মেদ শান্তর পিতা জাকির হোসেন, দেহের গতি ইউনিয়নের  বাহেরচর ক্ষুদ্র কাঠী গ্রামের শহীদ আব্দুল্লাহ আল আবিরের  পিতা মিজানুর রহমান এবং রহমতপুর ইউনিয়নের মানিকাঠী গ্রামের শহীদ রাকিব হোসেনের পিতা আলমগীর হোসেন শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণায় এক প্রতিক্রিয়ায় যুগান্তরকে বলেন, ফাঁসির আদেশ কার্যকরসহ বাস্তবায়ন কামনা করছি।

তারা  কান্নাজড়িত কন্ঠে  কথা বলেন, জুলাইয়ে যেসব ছেলেরা  শহীদ হয়েছেন  ও আমাদের একটাই দাবি আদালতের রায় শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, শিগগিরই হাসিনাকে ভারত থেকে এনে রায় কার্যকর করতে হবে। বিচারের রায় নিয়ে আমরা কোনো গড়ি-মসি দেখতে চাই না। অবশ্যই ফাঁসি রায় কার্যকর করতে হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম