রায় কার্যকরের দাবি বন্দরের শহীদ স্বজনের পরিবারের
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৮:৫৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বন্দর উপজেলার কুশিয়ারা গ্রামের মো. জাকির হোসেনের ছেলে আবুল হাসান ওরফে স্বজন। কোটা সংস্কার আন্দোলন শুরু হলে বড় ভাইয়ের সাথে নিয়মিত বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন তিনি।
৫ আগস্ট নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ছাত্র বিক্ষোভে অংশ নেন তিনি। সংঘর্ষ শুরু হলে দুপুর দেড়টার দিকে চাষাড়ার ল্যাবএইড মোড়ে গুলিবিদ্ধ হন স্বজন। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ৬ আগস্ট বিকাল ৫টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বজন।
সোমবার জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদন্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নিহত স্বজনের বড় ভাই আবুল বাশার অনিক। তিনি জানান, আমরা এ রায়ে খুশি হয়েছি। আল্লাহ ন্যায়বিচার পাইয়ে দিয়েছেন। সরকারের কাছে দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে এনে রায় দ্রুত কার্যকর করার দাবি জানাই।
