Logo
Logo
×

সারাদেশ

রায় কার্যকরের দাবি বন্দরের শহীদ স্বজনের পরিবারের

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৮:৫৯ পিএম

রায় কার্যকরের দাবি বন্দরের শহীদ স্বজনের পরিবারের

বন্দর উপজেলার কুশিয়ারা গ্রামের মো. জাকির হোসেনের ছেলে আবুল হাসান ওরফে স্বজন। কোটা সংস্কার আন্দোলন শুরু হলে বড় ভাইয়ের সাথে নিয়মিত বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন তিনি। 

৫ আগস্ট নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ছাত্র বিক্ষোভে অংশ নেন তিনি।  সংঘর্ষ শুরু হলে দুপুর দেড়টার দিকে চাষাড়ার ল্যাবএইড মোড়ে গুলিবিদ্ধ হন স্বজন। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ৬ আগস্ট বিকাল ৫টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বজন। 

সোমবার জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদন্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নিহত স্বজনের বড় ভাই আবুল বাশার অনিক। তিনি জানান, আমরা এ রায়ে খুশি হয়েছি। আল্লাহ ন্যায়বিচার পাইয়ে দিয়েছেন। সরকারের কাছে দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে এনে রায় দ্রুত কার্যকর করার দাবি জানাই। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম