Logo
Logo
×

সারাদেশ

হাসিনার ফাঁসির রায়ে খুশি শহীদ গণির স্ত্রী, পড়বেন নফল নামাজ

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১০:০৯ পিএম

হাসিনার ফাঁসির রায়ে খুশি শহীদ গণির স্ত্রী, পড়বেন নফল নামাজ

গত বছরের ১৯ জুলাই ঢাকার উত্তর বাড্ডার বাসা থেকে বের হয়ে কর্মস্থল সিক্স সিজন হোটেলে যাওয়ার পথে শহীদ হন রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের নতুন বাজার এলাকার আব্দুল গণি সেখ। 

হাসিনার ফাঁসির রায়ে শুনে সোমবার বিকালে গণি সেখের স্ত্রী লাকি বেগম যুগান্তরকে বলেন, হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে আমি অনেক খুশি হয়েছি। এত সুন্দর রায়ের জন্য আমি চার রাকাত নফল নামাজ আদায় করব।

তিনি আরও বলেন, বেঁচে থাকতে চাকরি করে আমার স্বামী সংসারটাকে খুব সুন্দর করে চালাচ্ছিলেন, সেইসঙ্গে এক ছেলে ও মেয়ে নিয়ে আমি বেশ ভালোভাবেই চলছিলাম, কিন্তু খুনি শেখ হাসিনা আমার স্বামীকে পুলিশকে নির্দেশ দিয়ে মেরে ফেলেছে। সে আমার সুখের সংসারে শোকের ছায়া ফেলে আমাকে বিধবা করেছে। আমি ওর বিচারের রায় দেখে যেতে চাই।

তিনি আরও বলেন, সরকারের কাছে আমার একটা দাবি দেশের সব শহীদ পরিবারের সামনে রেখেই যেন এ মৃত্যুর রায়টি কার্যকর করা হয়।  

সরকারের কাছ থেকে কী কী সুযোগ সুবিধা পেয়েছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের জুলাই ফাউন্ডেশন থেকে আমার পরিবারকে ৫ লাখ টাকা ও ১০ লাখ টাকার সঞ্চয়পত্র দিয়েছে। মূলকথা আমি আমার ছেলে ও মেয়েকে নিয়ে খুব একটা ভালো নেই। তবে বর্তমান সরকারের কাছে আমার দাবি দেশের সব শহীদ পরিবারের সামনে যেন এ মৃত্যুর রায়টি কার্যকর করা হয়।

ঘটনাপ্রবাহ: শেখ হাসিনার রায়


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম