Logo
Logo
×

সারাদেশ

শিবালয়ে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১০:২৫ পিএম

শিবালয়ে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে। রোববার গভীর রাতে উপজেলার বারাদিয়া বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।

ঘটনার সময় ব্যাংকের দ্বিতীয়তলায় চারজন কর্মকর্তা ও একজন অফিস সহায়ক অবস্থান করছিলেন।

সকালে ঘুম থেকে উঠে তারা ব্যাংকের ভেতরে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে বলে দেখতে পান। তবে আগুন ছড়াতে না পারায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশের ধারণা, রাত ২টা থেকে ৫টার মধ্যে অজ্ঞাত দুর্বৃত্তরা ব্যাংকের শাখাটিতে অগ্নিসংযোগের চেষ্টা চালায়।

এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম